বিপ্লব মোহনায়
বিপ্লব
মোহনায়
শেখ
মো. নজরুল ইসলাম
সহযোগী
অধ্যাপক এম.সি. কলেজ সিলেট।
বিপ্লবের
ডাকে সারা দিয়েছিল
জায়া, পুত্র, জননী, ভ্রাতা ও ছাত্র জনতা
যাত্রাবাড়ি
থেকে উত্তরা দিয়াবাড়িতে
লাশের মিছিলের যাত্রা।
সে দিন আকাশে মেঘ ছিল না
কালোধুয়ার সাথে রক্তে আকাশ ছেয়েছিল
মা খুঁজে খুঁজে হয়রান মিছিলের ছেলেকে।
বিপ্লবীর
রক্তে ভেসেছিল পদ্মা মেঘনা, যমুনা
আজো
ও আমি দেখি মুগ্ধ ও সাইদের রক্তের নমুনা।
ওরা
খাকী পোশাকের লোক নয়, শকুন ও হায়েনার পালের গোদা
রেখেছিল
লাশের উপর লাশ, তেতলানো পা, করছিল বুকেমুখে গুলি।
বিপ্লবের
স্লোগানে আজ মুখরিত রাজপথ আর অলিগলি।
ডাল,
চাল, নিত্য পণ্যের দাম আজ লাগামহীন
কৃষক
শ্রমিক ও মজুরের কষ্ট সীমাহীন।
দিয়েছে
সংস্কারের ডাক, বিপ্লবীরা হও আগুয়ান
গরীব
দুঃখী, মেহনতীর মূখে হাসি ফুটিয়ে হও মহীয়ান।
বোবাকান্নার
মুখে হাসি ফোটাতে
বিপ্লব
দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক।
শেখ
মো. নজরুল ইসলাম
সহযোগী
অধ্যাপক এম.সি. কলেজ সিলেট।