বহ্নি কাল

         বহ্নি_কাল

শেখ মোঃ নজরুল ইসলাম 

 

পৃথিবী আপন বেগে প্রবাহিত হও।

আলোকের অভিযাত্রীরা আপনালয়ে চঞ্চল কর্মে উদ্দীপিত হও।

মহামারীর সংকট কেটে যাবে

শ্যামল বৃক্ষরাজির পত্রপুঞ্জ আঁখি মেলে নাচবে।

বিদ্যায়তনে ফুল পাখি ও নক্ষত্রের কলরব

সদানন্দে বিচ্ছুরিত হবে।

বিনয়ী নক্ষত্র কাষ্ঠ মঞ্চে দাড়িয়ে বলবে

আমি বাঙালি চর্যাপদ আমার পরিচয়।

আমরা গড়িব সাম্য মৈত্রীর বন্ধন

রহিবে না কেহ আপন পর।

আমার পথ দেখাবে আমার সত্য

আমি হব আমার কর্ণধার।

মহামানবের পথ ধরে

মানবমুক্তির জয়গান আমি গাইবই।

পৃথিবী আজ গভীর মহামারিতে আক্রান্ত

মানুষ ভুলে যাচ্ছে জন্ম জন্মান্তরের ঋণ।

জীবন-মৃত্যুর দ্বন্দ্বে ভূলুণ্ঠিত মানবতাবাদ,

জায়া পুত্র, মাতা- পিতা ডেউয়ের আবর্তে

আশ্রয় নিয়েছে আজ সংগনিরোদ ঘরে।

আমি প্রণমি আজ

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

খোদার কাছে আমার এ মিনতি

দূর হোক কাল বিনাশী মহামারি।


Theme images by Storman. Powered by Blogger.