লিলুয়া বাতাসে কাশফুল দোলে
লিলুয়া বাতাসে কাশফুল দোলে
শেখ মো. নজরুল ইসলাম।
কালনির পরে বয়ে চলা শাখা নদী হেরাসেপটি
নদীর বাঁকে দাড়িয়ে আছে কাশফুলের ঝোপটি।
নদীর বাঁকে কাশফুলের উজ্জ্বল শোভা,
মনের ছোঁয়ায় যেন কবিতার অক্ষর লেখা
লিলুয়া হাওয়ায় নেড়ে আনে মুক্তির গান,
আবু সাঈদ রেখে গেল দ্বিতীয় স্বাধীনতার মান।
প্রকৃতির কোলে খেলে শিশিরের পাতা
নলুয়ার হওরে যেন প্রকৃতির ছবি আঁকা।
প্রভাতের রাঙা রশ্মিতে তারা জেগে ওঠে,
সামিয়ারা দুর্বার সাথে কাশফুলের ঘাটে।
নিঃশব্দে ঢেউয়ের সাথে কাশফুলের শত কথা,
তাইতো নদী বয়ে চলায় কাশফুল হলো মিতা।
মেঘমাল্লা আর মৌরিফুল কাশফুল দোলে দোল
কাশফুলের কোমলতা যেন হৃদয়ের বোল।
নয়নতারায় ঝিকিমিকি নয়নের আলো
কাশফুলের স্নিগ্ধতায় হৃদয়ে লাগে ভালো।