ঐতিহ্যিক ফিলিস্তিন-১

  

ঐতিহ্যিক ফিলিস্তিন-১

 

ইসলাম সেতো শান্তির ধর্ম, মুসলিম  পালনকারীর নাম

মক্কা মদিনা ফিলিস্তিন সবার পূণ্য স্থান।

 

যারাই ছিলেন ওহীর ধারক তাঁরাই হলেন মানবের সেবক

নবী রাসুল ও ফেরেস্তা, সবাই মিলে সেজদা দিলেন আল আকসা।

 

মক্কাতুল মোকাররামা থেকে বাইতুল মুকাদ্‌দাস

হযরত মুহাম্মদ (সা.) পেলেন উর্ধ্বলোকের পথ।

 

বায়তুল মুকাদ্দাসের চারিপাশ নিদর্শনের ইতিহাস

ইয়াকুব, দাউদ ও সুলাইমান তত্ত্বাবধায়ক বাইতুল মুকাদ্‌দাস।

 

বি বাক্‌কাতান মুবারাকা ও মসজিদে নববী

বাইতুল আক্‌সা পেল রহমতের স্বীকৃতি।

 

নামাজ আদায়ে মসজিদুল হারামে কেবলা

আল্লাহ করেছিলেন বাইতুল মুকাদ্‌দাসে ১ম কেবলা।

 

রাহমাতালল্লিল আ-লামিনে নামাজে কেবলাতাইন

বাসুলের দোয়ায় হলো ক্বাবা শরীফ কেবলাতুল হারামাইন।

 

হেসে খেলে জীবন দিয়ে পরকালের ভাবনা নাই

শোন মুমিন ভাই তিন মসজিদে নামাজে রহমতের সীমা নাই।       

শেখ মোঃ নজরুল ইসলাম 

Theme images by Storman. Powered by Blogger.