ঐতিহ্যিক ফিলিস্তিন-১
ঐতিহ্যিক ফিলিস্তিন-১
ইসলাম সেতো শান্তির ধর্ম, মুসলিম পালনকারীর নাম
মক্কা মদিনা ফিলিস্তিন সবার পূণ্য
স্থান।
যারাই ছিলেন ওহীর ধারক তাঁরাই
হলেন মানবের সেবক
নবী রাসুল ও ফেরেস্তা, সবাই মিলে
সেজদা দিলেন আল আকসা।
মক্কাতুল মোকাররামা থেকে বাইতুল
মুকাদ্দাস
হযরত মুহাম্মদ (সা.) পেলেন উর্ধ্বলোকের
পথ।
বায়তুল মুকাদ্দাসের চারিপাশ নিদর্শনের
ইতিহাস
ইয়াকুব, দাউদ ও সুলাইমান তত্ত্বাবধায়ক
বাইতুল মুকাদ্দাস।
বি বাক্কাতান মুবারাকা ও মসজিদে নববী
বাইতুল আক্সা পেল রহমতের স্বীকৃতি।
নামাজ আদায়ে মসজিদুল হারামে কেবলা
আল্লাহ করেছিলেন বাইতুল মুকাদ্দাসে
১ম কেবলা।
রাহমাতালল্লিল আ-লামিনে নামাজে কেবলাতাইন
বাসুলের দোয়ায় হলো ক্বাবা শরীফ
কেবলাতুল হারামাইন।
হেসে খেলে জীবন দিয়ে পরকালের
ভাবনা নাই
শোন মুমিন ভাই তিন মসজিদে নামাজে
রহমতের সীমা নাই।
শেখ মোঃ নজরুল ইসলাম