শিক্ষাবিদগণের মতবিনিময় ও মিলন মেলা।

  

 

শিক্ষাবিদগণের মতবিনিময় ও মিলন মেলা।

 

বিশ্বনাথে আমাদের  জাতীয় জীবনের জন্য অত্যন্ত তাৎপর্য ও গুরুত্বপূর্ণ দিন ১৬ই ডিসেম্বর (মহান বিজয় দিবসের) সন্ধ্যায় সিলেট বিভাগের  শিক্ষাবিদ (শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষাপ্রশাসনের  কর্মকর্তাগণ) সমন্বয়ে মতবিনিময় ও সম্মিলন  সভা অনুষ্ঠিত হয়।

 

'বিজ্ঞ শিক্ষাবিদগণের  সাথে মতবিনিময় ও বার্ষিক ভোজসভা'  শিরোনামে বিশ্বনাথ  সরকারি  কলেজের স্টাফ কাউন্সিল  আয়োজিত  এবং  সিলেটে  প্রথম বারের মতো অনুষ্ঠিত এ ধরনের বিভাগীয় সম্মিলন সভায় শিক্ষাবিদগণের কথায় উঠে আসে সিলেট বিভাগে শিক্ষার সমস্যা ও সম্ভাবনা, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাকে যুগোপযোগী করার সরকারি উদ্যোগ ইত্যাদি। বিশ্বনাথ সহ সিলেট বিভাগ প্রবাসী অধ্যুষিত অঞ্চল। এ বিভাগে শিক্ষার বিস্তার ও প্রসারে যাঁর যাঁর অবস্থান থেকে প্রত্যেকের ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথা।

 

নব-সরকারীকৃত   কলেজগুলো তে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ভূমিকা ও পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে স্বাগত বক্তব্য তুলে ধরেন বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম একে সাব্রী সাবেরীন। নব-সরকারিকৃত কলেজগুলোর সমস্যা এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য পেশ করেন প্রভাষক শরিফ উদ্দিন।

 

অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর রমা বিজয় সরকার, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

প্রফেসর আব্দুল মান্নান খান, আঞ্চলিক পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চল।

প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ, অধ্যক্ষ, মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট। প্রফেসর মাইনুল হোসেন চৌধুরী, অধ্যক্ষ, সিলেট সরকারি কলেজ, সিলেট, প্রফেসর আব্দুল সাজিদ, অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট। প্রফেসর মাহবুবুর রহমান, অধ্যক্ষ, সরকারি মদনমোহন কলেজ, সিলেট। প্রফেসর ড. আনোয়ার হোসেন দীপু, প্রাক্তন কোষাধ্যক্ষ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, প্রাক্তন ডিন ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ, মুরারিচাঁদ কলেজ, সিলেট, প্রফেসর কবির আহমদ, সাবেক সচিব, সিলেট শিক্ষা বোর্ড, প্রফেসর অরুন চন্দ্র পাল, পরীক্ষা নিয়ন্ত্রক, সিলেট শিক্ষাবোর্ড, অধ্যাপক নূরে আলম, উপ-পরিচালক, মাউশি, সিলেট অঞ্চল, প্রফেসর আঞ্জুমান আরা বেগম, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সরকারি মহিলা কলেজ, সিলেট, ড. মোয়াজ্জেম হোসেন, কলেজ পরিদর্শক, সিলেট শিক্ষাবোর্ড, জনাব চৌধুরী মামুন আকবর, উপাধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট, জনাব তৌফিক ইয়াজদানী চৌধুরী, সেক্রেটারি, স্টাফ কাউন্সিল, মুরারিচাঁদ কলেজ, সিলেট,

জনাব মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারি, স্টাফ কাউন্সিল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট, ড. দিদার চৌধুরী, সহযোগী  অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট। জনাব শেখ মোঃ নজরুল ইসলাম, সহযোগী  অধ্যাপক, মুরারিচাঁদ কলেজ, সিলেট, লেফটেন্যান্ট মোঃ মনিরুল ইসলাম মনির, সেক্রেটারি, স্টাফ কাউন্সিল, সরকারি মদনমোহন কলেজ, সিলেট।

 

সম্মিলন সভায় সভাপতিত্ব করেন প্রফেসর এএসএম একে সাব্রী সাবেরীন, অধ্যক্ষ, বিশ্বনাথ সরকারি কলেজ, সিলেট। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহাদাত আলিম, সেক্রেটারি, স্টাফ কাউন্সিল। সভা শেষে অতিথিগণ বিজিসি স্টাফ কাউন্সিল আয়োজিত বার্ষিক নৈশভোজে অংশগ্রহণ করেন।

 

সভায় মুরারিচাঁদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সালেহ আহমেদের মৃত্যু সংবাদে সাংস্কৃতিক পর্ব বাতিল ও দোওয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ কলেজের  প্রভাষক গোলাম মোস্তফা।





















Theme images by Storman. Powered by Blogger.