প্রজ্ঞাতীর্থের আবাহন

 প্রজ্ঞাতীর্থের  আবাহন 

শেখ মোঃ  নজরুল ইসলাম 


মুরারিচাদঁ কলেজ পূর্বাঞ্চলের মানুষের স্বপ্নের বাহক

দলে দলে শিক্ষার্থীরা ভর্তি হয়ে তৈরি করেছে অনেক পাঠক। 

সবুজ আঙ্গিনায় উড়ন্ত প্রজাপ্রতি মেঘের দলে চলে

বিজ্ঞান শ্রেণির শিক্ষার্থীরা মেডিকেলের স্বপ্ন বুঁনে।

সিলেট তামাবিল রোডে নান্দ্যনিক ফটক দেখে

আলোকের অভিসারীরা আলোর মিছিলে চলে। 

শ্বেতপদ্মের কাজলদিঘিতে মাছরাঙারা  ডানা মেলে

রসায়ন ও পদার্থের পাঠ নিয়ে শহিদ মিনারের দিকে হাটে।  

জারুলতলায় ডানপিঠে যুবক মিছিলের অগ্রভাগে

দেশপ্রেমে প্রদীপ্ত হয়ে স্বৈরাচারকে ঘায়েল করে। 

এনেক্স ভবনে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও অর্থনীতির শিক্ষার্থী

দেশ মাতৃকার তরে জীবন দিবে ইহাই তাদের প্রতীতি।

সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও অরাজকতা হীনবল দিনদিন

৫২’র ভাষা আন্দোলন ও ৭১’রের মুক্তিযুদ্ধে হায়েনা হয়েছে বিলীন।

অন্ত্যজ সমাজের ছেলে উচ্চশিক্ষায় মেডিকেলে ভর্তি হয়ে 

আর্তমানবতার সেবায় জীবন কাটাল গরিবের ডাক্তারি করে।

মিশি, দিপিতা, সায়মা বেগম রোকেয়ার পথ ধরে 

 উজ্জীবিত হলো উচ্চশিক্ষায় চিকিৎসা বিজ্ঞানে পড়ে।  

মুরারিয়ান সোনার ছেলে  সোনার বাংলা গড়বে

উচ্চশিক্ষার পাঠ নিয়ে স্বদেশের সমৃদ্ধি করবে।


25.06.2023 সময় ১১.২৫

Theme images by Storman. Powered by Blogger.