দিরাই- শাল্লা উন্নয়ন পরিষদ, সিলেট।
“সেদিন উতলা প্রাণে, হৃদয় মগন গানে,
কবি এক জাগে–
কত কথা
পুষ্পপ্রায় বিকশি তুলিতে চায়
কত অনুরাগে
একদিন শতবর্ষ আগে।
আজি হতে শতবর্ষ পরে
এখন
করিছে গান সে কোন্ নূতন কবি
তোমাদের ঘরে?
আজিকার
বসন্তের আনন্দ-অভিবাদন
পাঠায়ে দিলাম তাঁর করে।“
দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের উদ্যোগে এ প্লাস উত্তীর্ণ শিক্ষার্থীদের
সংবর্ধনা অনুষ্ঠান। আগামীকাল 1৮/০৩/২০২৩ খ্রি.
বিকাল ৪.০০ সময় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দিরাই- শাল্লা উপজেলার এইচএসসি/সমমান শিক্ষার্থী
যারা এ প্লাস পেয়েছে তাদের জন্য এ অনুষ্ঠান। আজকের শিক্ষার্থী
আগামী দিনের জাতীর কর্ণধার। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীরাই
মূল নিয়ামক। দিরাই-শাল্লা বাংলাদেশের প্রান্তিক ও হাওর উপজেলা। শিক্ষা, স্বাস্থ্য
ও যোগাযোগ প্রতি ক্ষেত্রে এ দুই উপজেলা অবহেলিত।
উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিক্ষার হার ও তুলনামূলক নিম্নে। প্রিতকুল পরিবেশের মধ্যে থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী এইচএসসি/সমমানে
ভাল ফলাফল করে। এবার এইচএসসি/সমমান পরীক্ষায় যারা এ প্লাস পেয়েছে বিভিন্ন মাধ্যমে তাদের
তথ্য সংগ্রহ করেছে দিরাই-শাল্লা উন্নয়ন
পরিষদ। মেধাবী শিক্ষার্থীদের প্রেরণার
জন্য দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের এ এক মহৎ
উদ্যোগ। এ মহতী উদ্যোগকে সফল করার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের
স্ববান্ধব উপস্থিতি প্রয়োজন। অভিবাদন অনুষ্ঠানে আপনার উপস্থিতি সূর্য সন্তানদের প্রেরণা
দিবে।
সবার জন্য শুভ কামনা।
শেখ মোঃ নজরুল ইসলাম
সহযোগী অধ্যাপক বাংলা
মুরারিচাঁদ কলেজ, সিলেট ।


