জ্ঞান আহরণের মাধ্যমে সমাজের কুসংস্কার দূর করতে হবে, নবীন বরণ অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, মুরারিচাঁদ কলেজ, সিলেট।
জ্ঞান আহরণের মাধ্যমে সমাজের কুসংস্কার দূর করতে হবে
উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়,
মুরারিচাঁদ কলেজ, সিলেট।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার
বিভিন্ন প্রাসংঙ্গিক দিক উল্লেখ করেন। নারী শিক্ষার গুরুত্ব, আধুনিক যুগে নারীরা
বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। প্রতিকূল পরিবেশে নারীদের কিভাবে চলতে হয়, নারী শিক্ষায়
ভারতীয় উপমহাদেশ। সাম্প্রতিক সময়ে সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে নারীর ভূমিকা
উল্লেখ করেন। প্রধান অতিথি বলেন- শিক্ষার
মাধ্যমে কুসংস্কার দূর করতে হবে। আলোকিত প্রজন্মই
পারে আধুনিক সোনার বাংলাদেশ বিনির্মান করতে।
21/৮/২০২২ তারিখে নবীন বরণ, বিদায়
সম্ভাষণ ও আনন্দ সন্ধ্যা, ছাত্রী হোস্টেল-১, মুরারিচাঁদ কলেজ সিলেট।
৪র্থ বর্ষের শিক্ষার্থী তানিয়া ও আঁখির
সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব রাফিয়া আক্তার চৌধুরী,
তত্ত্বাবধাক ও সহকারি অধ্যাপক ইতিহাস বিভাগ।
প্রধান অতিথি প্রফেসর পান্না রানী
রায়, উপাধ্যক্ষ মুরারিচাঁদ কলেজ।
বিশেষ অতিথি জনাব মোঃ তৌফিক এজদানী
চৌধুরী, সম্পাদক শিক্ষক পরিষদ ও সহাযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ।
বিশেষ অতিথি জনাব নাসিমা হক খান,
সহযোগী অধ্যাপক পদার্থবিদ্যা বিভাগ, সিলেট সরকারি কলেজ।
বিশেষ অতিথি জনাব শেখ মোঃ নজরুল
ইসলাম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ।
বিশেষ অতিথি জনাব জ্যোৎস্না বেগম,
প্রভাষক ইংরেজি বিভাগ।
সভার শুরুতেই ফুল দিয়ে অতিথিদের বরণ
করে নেওয়া হয়। কোরআন তেলায়াত করেন মারুফা আক্তার ৩য় বর্ষ, গীতা পাঠ করেন প্রীতি
চক্রবর্তী, ৪র্থবর্ষ। স্বাগত বক্তব্য পেশ করেন আতিয়া সুলতানা মাস্টার্স শেষ পর্ব,
ইংরেজি বিভাগ প্রিফেক্ট, ছাত্রী হোস্টেল। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে ভাষণ দেন
সানজিদা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তাসমিয়া প্রমি, ইংরেজি বিভাগ।
সাংকৃতিক পর্বঃ ছাত্রী হোস্টেল ১
কর্তৃক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ পর্বের মূল আকর্ষণ গান, নৃত্য,
কবিতা, আবৃত্তি, নাটক ও কৌতুক। নৃত্য
পরিবেশন করেন চাঁদনী ও তার দল। মঞ্চায়িত নাটকে ছিল প্রমি ও তার দল। সুরেলা কন্ঠ
গান গায় শান্তা দাস। চমৎকার কবিতা আবৃত্তি করেন নেইলী, পাহাড়ী নৃত্য সাথী, কোরাস আদৃতা ও তার দল। দলীয় নৃত্য বুশরা ও তার দল।
মঞ্চায়িত নাটক ইরিনা ও তার দল। বৃষ্টির ছন্দে মনোমোগ্ধকর নৃত্য নওরীন নেইলী।
বিদায়ী ছাত্রীদের ক্রেস্ট প্রদান করা হয়। নবীনদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে অভিনন্দন জানানো হয়।